সাংস্কৃতিক চেতনা থেকে বিচ্ছিন্ন হয়েছে বলেই যুবকরা জঙ্গীবাদের সাথে যুক্ত হচ্ছেঃ মনজুরুল আহসান বুলবুল
প্রকাশিত : ২১:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২১:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
সাংস্কৃতিক চেতনা থেকে বিচ্ছিন্ন হয়েছে বলেই শিতি যুবকরা জঙ্গীবাদের সাথে যুক্ত হচ্ছে বলে মত দিয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগায়ের কারীগরি শিক্ষা বোর্ড প্রাঙ্গনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। বাঙ্গালী জাতিকে চিন্তা চেতনা ধ্বংস করে কৃতদাশে পরিনত করতেই পরিকল্পনা করে পাকিস্তানীরা বাঙ্গালী জাতির মুখের ভাষা কেড়ে নেয়ার ষড়যন্ত্র করেছিল বলেও জানান তিনি। একই আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, দূর্নীতির আশ্রয়ে পদ্মা সেতুর কাজ বন্ধ করতে চেয়েছিল বিশ্ব ব্যাংক কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে তৈরী হচ্ছে পদ্মা সেতু।
আরও পড়ুন