রাজধানীতে বামদলগুলোর আধাবেলা হরতালে পুলিশের বাধা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে
প্রকাশিত : ২০:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২০:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বামদলগুলোর আধাবেলা হরতালে পুলিশের বাধা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একুশে টেলিভিশনের গাড়িসহ যানবাহন ভাংচুর করে বিক্ষোভকারীরা। পুলিশের হাতে হয়েছে আটক হয়েছেন ১০ জন। দাবি মানা না হলে ১৫ মার্চ জ্বালানী মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারিরা।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সকাল ৬টা থেকেই রাস্তায় নামে সিপিবি-বাসদসহ হরতাল সমর্থকরা। প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে রাজধানীর শাহবাগে হরতালের সমর্থনে সড়ক অবরোধের চেষ্টা করে পিকেটাররা।
দফায় দফায় মূল সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে পড়ে তারা। হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এসময় গণমাধ্যমের গাড়ি ভাংচুর করে হরতাল সমর্থকরা। আটক করা হয় কয়েকজনকে।
এদিকে পল্টনের মোড় থেকে সিপিবি ও বাসদের নেতারা হরতাল সমর্থনে মিছিল করে। পরে দুপুরে বাম দলগুলো জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। বক্তারা বলেন, অযৌক্তিকভাবে সরকার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। দাম না কমালে ১৫ মার্চ জ্বালানী মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দেন তারা।
এসময় বক্তারা আরো বলেন, সরকার পূনরায় বিদ্যুদের মূল্য বৃদ্ধি করার যে ঘোষণা দিয়েছে তা থেকেও সরে আসার দাবি জানান।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল বিরোধী একটি মানববন্ধনে অংশগ্রহনকারীদের সাথে হরতাল সমর্থকদের হাতাহাতিতে দুজন আহত হয়।
আরও পড়ুন