ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

সারাদেশে পরিবহন ধর্মঘট, রাজধানীর গাবতলী পরিণত হয় রণক্ষেত্রে

প্রকাশিত : ১১:৪৮, ১ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৪৮, ১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

  সড়ক দুর্ঘটনায় মানুষ হত্যার দায়ে এক ট্রাক ড্রাইভারের মৃত্যুদন্ড ও বাস চালকের যাবজ্জীবন কারাদন্ড দেয়ার প্রতিবাদে সারাদেশে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। বুধবার সকালে রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের সাথে র‌্যাব-পুলিশের সংঘর্ষ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। এদিকে ধর্মঘটের কারনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ভিড় বেড়েছে ট্রেন ও লঞ্চ টার্মিনালে। পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকালে রাজধানীর গাবতলী রণক্ষেত্রে পরিণত হয়। ইট-পাটকেল নিয়ে পুলিশের ওপর ছুড়তে থাকে পরিবহন শ্রমিকরা। পুলিশ ও শ্রমিকদের মধ্যে শুরু হয় ধাওয়া- পাল্টা ধাওয়া। র‌্যাব-পুলিশের সাথে সংঘর্ষের পর টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা র‌্যাব মোতায়েন করা হলেও আতংকিত সাধারণ মানুষ। এদিকে সকাল থেকে রাজধানী ও এর আশপাশের সড়ক গুলো একেবারেই ফাঁকা। দুএকটি বাস চলাচলের চেষ্টা করলেও আটকে দিচ্ছে পরিবহণ শ্রমিকরা। সাভারে সাধারণ বাস যাত্রীদের পাশাপাশি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিপাকে পড়ে। সকাল থেকে ভৈরব, ঝিনাইদহ, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছাড়েনি, রাজধানী থেকেও ছেড়ে যায়নি কোনো বাস। বিপাকে পড়ে দূরপাল্লার যাত্রীরা। ময়মনসিংহে পরিবহণ ধর্মঘটের কারনে চাপ বেড়েছে ট্রেনে। এছাড়াও চুয়াডাঙ্গা, সিলেট, জামালপুর, মুন্সিগঞ্জসহ সারাদেশে ধর্মঘট পালন করছে শ্রমিক ফেডারেশন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি