ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

সারাদেশে ২য় দিনের মতো ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা

প্রকাশিত : ১০:২৫, ১ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৩৬, ১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

  সড়ক দুর্ঘটনায় মানুষ হত্যার দায়ে এক ট্রাক ড্রাইভারের মৃত্যুদন্ড ও বাস চালকের যাবজ্জীবন কারাদন্ড দেয়ার প্রতিবাদে সারাদেশে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গতরাতে রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ’সময় শ্রমিকরা কয়েকটি বাস পুড়িয়ে দেয়, আগুন ধরিয়ে দেয় পুলিশের রেকারেও। পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে, মঙ্গলবার রাত ৯টার দিকে গাবতলী বাস টার্মিনালের পাশে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় শ্রমিকরা। পরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে শুরু হয় ধাওয়া- পাল্টা ধাওয়া। শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে, আগুন ধরিয়ে দেয় পুলিশের রেকারেও। সারারাতই চলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় র‌্যাব সদস্যদের। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক। তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে এই তান্ডবের পেছনে অন্য কোন শক্তি কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সংকট নিরসনে পরিবহন শ্রমিকদের আলোচনায় বসার আহ্বান জানান তিনি। সোমবার গভীর রাতে সারাদেশে ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আকস্মিক এই ধর্মঘটে ঘর থেকে বেরিয়েই বিপাকে পড়ে কর্মজীবী মানুষ। রাজধানীতে বিচ্ছিন্নভাবে কিছু বাস চলাচল করলেও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। রাজধানী থেকে বের হওয়ার প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এদিকে, ধর্মঘটের কারণে বন্দরনগরী চট্টগ্রামসহ আশপাশের সব এলাকায় গণপরিবহন বন্ধ রয়েছে। কর্মসূচির সমর্থনে বিভিন্ন বাস টার্মিনালে অবস্থান নেয় পরিবহন শ্রমিকরা। ধর্মঘটে স্থলবন্দরগুলোতে পণ্য আনা-নেয়ায় ব্যঘাত ঘটছে। এছাড়া, পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। বাস ধর্মঘটের কারণে বিকল্প হিসেবে রেলস্টেশনগুলোতে ভীড় করছে মানুষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি