ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

আশুগঞ্জে কম্বাইন্ড সাইকেল ইউনিট ও জামালপুরে বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হচ্ছে আজ

প্রকাশিত : ১১:৪৬, ১ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৪৬, ১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

আশুগঞ্জে গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেল ইউনিট ও জামালপুরে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হচ্ছে আজ বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ’সব প্রকল্প উদ্বোধন করবেন। ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে যাত্রা শুরু করছে বিদ্যুৎ কেন্দ্রের নতুন একটি ইউনিট। ৩ হাজার ৭শ’ ২০ কোটি টাকা ব্যয়ে এই কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালের মার্চে। এর উৎপাদন সক্ষমতা ৩শ’ ৮০ মেগাওয়াট। এর ফলে আশুগঞ্জ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ হবে প্রায় ১৫শ’ মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন বেশি হওয়ায় খুশি স্থানীয়রা। পরিবেশ বান্ধব ও জ্বালানী সাশ্রয়ী হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটি উন্নয়ন কর্মকান্ডে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে, জামালপুরেও যাত্রা শুরু করছে ১০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র। ৮শ’ ৩০ কোটি টাকা ব্যয়ে জামালপুর-শেরপুর বাইপাস সড়কের পাশে ৭ একর জমিতে নির্মিত হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি