ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

প্রস্তাবিত বাজেট নিয়ে নিজ দলের তোপের মুখে ট্রাম্প

প্রকাশিত : ১১:৩২, ১ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৩২, ১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

প্রস্তাবিত বাজেট নিয়ে নিজ দল রিপাবলিকান পার্টির তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রখাতে বরাদ্দ কমানোয় নিন্দার এই ঝড় উঠেছে। দলের শীর্ষ নেতারা বলছেন, পররাষ্ট্রখাতে বাজেট কমালে তা দেশটির জন্য ভবিষ্যত বিপর্যয় ডেকে আনবে। বৈদেশিক সাহায্য ও মানবিক ত্রাণ না বাড়ালে যুদ্ধ জয়ের সম্ভাবনা কমবে। এদিকে, এই সিদ্ধান্ত থেকে সরে আসতে এর আগে শতাধিক অবসরপ্রাপ্ত জেনারেলের সই করা একটি চিঠি কংগ্রেসে পাঠানো হয়। পররাষ্ট্র খাতে বাজেট কমিয়ে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫ হাজার ৪০০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি