মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ইন্ধনে পরিবহন ধর্মঘটের নামে চরম অরাজকতা চলছে: ফখরুল
প্রকাশিত : ১৭:১০, ১ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:১৬, ১ মার্চ ২০১৭
সরকারের মন্ত্রীদের ইন্ধনে পরিবহন ধর্র্মঘটের নামে দেশে চরম অরাজকতা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক কর্মসূচিতে অংশ নিয়ে তারা এ অভিযোগ করেন। বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নেবেনা বলে আবারো জানিয়ে দেন নেতারা।
২০০৯ সালে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে জাতীয়তাবাদী যুবদল এই আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। পিলখানা ট্র্যাজেডি পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
পরিবহণ শ্রমিকদের ধর্মঘট নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব ।
বিএনপি কোন মিছিল করতে না পারলেও মন্ত্রীর ইশারায় দেশ অচল হয়ে যায় বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ নেবেনা বলেও জানান তিনি।
মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াসহ বিএনপি নেতাদেরকে কারাগারে নেয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরও পড়ুন