ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ও ধর্মঘট কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল

প্রকাশিত : ১৭:৩৭, ১ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৩৭, ১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

  আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল ও ধর্মঘটের মতো কর্মসূচি কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সাথে হরতাল ও ধর্মঘট আহ্বানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের  বেঞ্চ এই আদেশ দেন। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের প্রাণহানির মামলায় বাস চালককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন মানিকগঞ্জের আদালত। এরপর গত সোমবার সাভারে ট্রাকচাপায় একজনকে হত্যার দায়ে চালকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়। এই দুই রায়ের প্রতিবাদে মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। এরই পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের নির্দেশনা চেয়ে রিট করেন দুই আইনজীবী। প্রাথমিক শুনানি শেষে ২৪ ঘণ্টার মধ্যে বাস চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দেন হাইকোর্ট। সড়ক ও সেতু বিভাগের সচিব, আইজিপি, র‌্যাব ডিজি, বিটিআরসি, সড়ক পরিবহন কর্মচারি ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আর ২ সপ্তাহের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি