ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

রংপুরে নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত

প্রকাশিত : ১১:১৩, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১১:১৩, ২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

  রংপুরের পীরগঞ্জে নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। ভোর ৬টার দিকে শহরের ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী রূপসী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ নারী নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা বলে ধারণা পুলিশের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি