ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

কক্সবাজারে থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত : ১৫:১৪, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:১৪, ২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সাবরাংয়ে নাফ নদী লাগোয়া লবণের মাঠে অভিযান চালিয়ে এই ইয়াবা জব্দ করা হয়। বিজিবি জানায়, মিয়ানমার থেকে কয়েকজন পাচারকারী ইয়াবার চালান নিয়ে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেÑ এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সাবরাং বাজারের কাছে লবণ মাঠে বিজিবি জওয়ানরা ধাওয়া করলে ইয়াবা ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে বস্তা থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি