ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

রাঙামাটিতে ১০ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান

প্রকাশিত : ১৮:১৬, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৬, ২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখায় রাঙামাটিতে ১০ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি। অনুষ্ঠানে ১০ ব্যক্তির হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন পার্বত্য প্রতিমন্ত্রী। এ’সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি