ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানির ৬ বছরের সশ্রম কারাদন্ড

প্রকাশিত : ১৮:১৪, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৪, ২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে মোহাম্মদ বেলাল উদ্দিন নামে এক স্বর্ণ চোরাচালানিকে ছয় বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহে নূর এ’ আদেশ দেন। এছাড়া, তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। ২০১৫ সালের ৩১ মার্চ দুবাই থেকে দেশে ফেরার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ১৯ পিস স্বর্ণের বারসহ আটক করে র‌্যাব। এ’ ঘটনায় র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিদর্শক অমর কান্তি পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি