বর্জ্য শোধনাগার ছাড়া ভবিষ্যতে শিল্প প্রতিষ্ঠানের অনুমোদন দেয়া হবে না
প্রকাশিত : ১৯:১১, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:১১, ২ মার্চ ২০১৭
বর্জ্য শোধনাগার বা ইটিপি প্লান্ট ছাড়া ভবিষ্যতে কোন শিল্প প্রতিষ্ঠানের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এদিকে, গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ভবন নির্মাণে সোলার সিস্টেম, বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থাসহ স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। <ংঃৎড়হম>দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে তারা এ’সব কথা বলেন।
অষ্টম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো- বিড এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।
পরিবেশের স্বার্থে শিল্প কারখানায় বর্জ্য পরিশোধন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেন শিল্পমন্ত্রী।
এছাড়া, বিকল্প জ্বালানী ও বৃষ্টির পানির সর্বোত্তম ব্যবহারে সরকারের পরিকল্পনার কথা জানান গণপূর্ত মন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসজিডি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ সহ দেশী- বিদেশী পরিকল্পনাবিদ সহ নীতি নির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন