ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

১৫৪ ট্যানারি মালিককে ৩০ কোটি ৮৫ লাখ টাকা সরকারের কোষাগারে জমা দেয়ার নির্দেশ

প্রকাশিত : ১৯:১১, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:১১, ২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

জরিমানার অর্থ জমা না দেয়া হাজারীবাগের ১৫৪টি ট্যানারি মালিককে দুই সপ্তাহের মধ্যে ৩০ কোটি ৮৫ লাখ টাকা সরকারের কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই আদেশ অমান্য করলে ভয়াবহ পরিণতি হবে বলেও সতর্ক করে দিয়েছে আদালত। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এই নির্দেশ দেন। হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত পরিবেশের ক্ষতি হিসেবে ১৫৪ কারখানার মালিককে দৈনিক ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয় আপিল বিভাগ। পরবর্তী সময়ে দেখা যায়, গত আগস্ট মাস থেকে ট্যানারি মালিকরা জরিমানার অর্থ দিচ্ছেন না। এ’ অবস্থায় আদালত অবমাননার আবেদন করা হলে আদালত বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা দেয়ার নির্দেশ দেয়। এই আদেশ অমান্য করা হলে শাস্তিমূলক আদেশের জন্য আদালতে আরজি জানানো হবে বলে জানান আইনজীবী। হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নিতে ২০০১ সালে হাইকোর্ট রায় দেয়। এরপর কয়েক দফা এই সময়সীমা বাড়ানো হয়। এরপরও হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় আদালত অবমাননার অভিযোগ আনা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি