ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন ও সূচক কমেছে

প্রকাশিত : ১৮:১৯, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৯, ২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

লেনদেন ও সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৯টির, আর ৪৪টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৮৩০ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১০ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৫৮৬ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪৭টির, আর ২৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৪২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি