রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর
প্রকাশিত : ১৯:০৮, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:০৮, ২ মার্চ ২০১৭
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করার মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে বিকেলে এই আদেশ দেন সিএমএম কোর্টের বিচারক
রাজধানীর সেগুনবাগিচা থেকে রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন। পরে তাকে ঢাকা মূখ্য মহনগর হাকিম আমিরুল হায়দার চৌধুরীর আদালতে হাজির করা হয়।
তার বিরুদ্ধে ১ কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৮৭ লাখ টাকার বেশি আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের আইনজীবী তদন্তের সার্থে আসামীকে কারাগারে রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
সিংক :মোহাম্মদ রফিকুল ইসলাম জুয়েল, দুদকের আইনজীবী
তবে অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করেন আসামী পক্ষের আইনজীবী।
সিংক : সৈয়দ রেজাউর রহমান, আসামি পক্ষের আইনজীবী
গেল ২৩ ফেব্র“য়ারি দুদকের উপ-পরিচালক মো.সহিদুজ্জামান বাদি হয়ে রমনা থানায় এমদাদুল ইসলামের বিরদ্ধে মামলা করেন।
আরও পড়ুন