ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫

ড্রোন তৈরি করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জমিতে বীজ ছড়ানোর নতুন পদ্ধতি আবিষ্কারেরও চেষ্টা চালাচ্ছেন

প্রকাশিত : ১৫:০৯, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:০৯, ৩ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ড্রোন তৈরি করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। না, যুদ্ধে ব্যবহারের জন্য নয়- ফসলী জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটাতে। কৃষিনির্ভর বাংলাদেশে ড্রোনের সাহায্যে জমিতে বীজ ছড়ানোর নতুন পদ্ধতি আবিষ্কারেরও চেষ্টা চালাচ্ছেন তারা। ইলেক্ট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাজী মাহমুদ আক্তার শুভ। তার তৈরি ড্রোনটির ওজন মাত্র ৫ কেজি। ৩ লিটার পানিমিশ্রিত কীটনাশক নিয়ে ঘন্টায় ৩৬ থেকে ৩৮ কিলোমিটার গতিতে ৩শ ফুট উপরে ৩০ থেকে ৩৫ মিনিট উড়তে পারে এটি। উড়ন্ত অবস্থায় ফসলে কীটনাশক ছিটাতে সক্ষম এই ড্রোন। ২০১৫-১৬ অর্থ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত দুই লাখ টাকা ব্যয়ে এ ড্রোনটি তৈরি করা হয়েছে। গবেষণার মাধ্যমে এই ড্রোন থেকে জমিতে কীটনাশক ছিটানোর সময় পরিবেশের ক্ষতির বিষয়টি  নিয়ন্ত্রণের কথা বলছেন কৃষিবিদরা। ড্রোনটির সফল উড্ডয়নের পর কৃষি জমিতে এর মাধ্যমে বীজ ছিটানোর পরিকল্পনা নিয়েছেন একই বিভাগের শেষ বর্ষের ছাত্র অভি, মাসুদ ও হুসাইন। শুধু কৃষি কাজের জন্য ড্রোন তৈরী নয়, দেশের নিরাপত্তার জন্যও ড্রোন তৈরি করতে চান তরুণ এ উদ্ভাবকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি