চট্টগ্রামের বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম
প্রকাশিত : ১৮:০১, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০১, ৩ মার্চ ২০১৭
চট্টগ্রামের বাজারে বাড়ছে ভোজ্যতেল, চাল, মসলাসহ নিত্যপণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে ভোজ্যতেলের দাম বেড়েছে লিটারে ৫ টাকা। মসলার দাম বেড়েছে কেজিপ্রতি দু’শ টাকা। বেড়েছে সবজির দামও। দাম বৃদ্ধির জন্য সরবরাহ কম থাকাকে দায়ি করছেন বিক্রেতারা। আর, বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা।
চট্টগ্রামে প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জে এক সপ্তাহ আগেও প্রতি কেজি মিটিকেট চাল বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪০ টাকায়। খুচরা বাজারে এখন তা বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৮ টাকায়। প্রতিলিটার ভোজ্যতেলের দাম বেড়েছে ৫ টাকা। লং, এলাচ, দারুচিনিসহ বিভিন্ন ধরণের মসলার দাম বেড়েছে কেজিতে দু’শ টাকা। একইভাবে বেড়েছে মাছ, শুঁটকিসহ অন্যান্য নিত্যপণ্যের দামও।
নিত্যপণ্যের বাজার হঠাৎ করে অস্থিতিশীল হয়ে উঠার জন্য বরাবরের মত সরবরাহ কম থাকাকে দায়ি করলেন বিক্রেতারা।
তবে, বিক্রেতাদের এই বক্তব্য মানতে নারাজ ক্রেতারা। বাজারে মনিটরিং না থাকায় নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মনে করেন তারা।
নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের নজরদারির দাবি ক্রেতা-বিক্রেতা সবার।
আরও পড়ুন