স্কাউটদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক অনাচার দুর করার আহবান
প্রকাশিত : ১৮:০১, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০১, ৩ মার্চ ২০১৭
স্কাউটদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়েসহ সব সামাজিক অনাচার দুর করার আহবান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিন।
সার্কিট হাউসে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার’র ত্রৈবার্ষিক কাউন্সিলের আলোচনায় তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে স্কাউটদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এ’সময় চট্টগ্রাম জেলা রোভারের সভাপতি অধ্যক্ষ মীর কফিল উদ্দিনসহ জেলা রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে ১৬জন অধ্যক্ষকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আরও পড়ুন