নব্য জেএমবি’র আমির মাওলানা আবুল কাশেম আটক
প্রকাশিত : ১৯:৩৩, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩৩, ৩ মার্চ ২০১৭
নব্য জেএমবি’র আমির মাওলানা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আবুল কাশেম ২০০৯ সালে নব্য জেএমবি প্রতিষ্ঠা করেন। আর জঙ্গিবিরোধী অভিযানে নিহত তামিম চৌধুরীকে সাথে নিয়ে ২০১৩ সালে গুপ্তহত্যার কার্যক্রম শুরু করেন তিনি। আবুল কাশেম হলি আর্টিজানসহ সংগঠনটির সব গুপ্তহত্যার মাস্টারমাইন্ড বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট।
বৃহষ্পতিবার রাতে রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির আমির মাওলানা আবুল কাশেমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ‘শায়খ আবুল কাশেম’ ও ‘বড় হুজুর’ নামে সংগঠনে পরিচিতি তার।
মূলধারার জেএমবি’র প্রতিষ্ঠাতা শায়খ আব্দুর রহমান ও সংগঠনের কারাবন্দি নেতা মাওলানা সাইদুর রহমানের ঘনিষ্ট ছিলেন তিনি।
শায়খ আব্দুর রহমানের ফাঁসি ও সাইদুর রহমান কারাবন্দি হওয়ার পর ২০০৯ সালে নব্য জেএমবির কর্মকাণ্ড শুরু করেন মাওলানা আবুল কাশেম।
২০১৩ সালে দেশব্যাপী গুপ্তহত্যা শুরু করে নব্য জেএমবি। এতে তার সহযোগি হয় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী। গত বছরের ২৭ আগস্ট নারায়ণগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে নিহত হন তামিম।
দিনাজপুরে রাণীর বন্দর এলাকায় একটি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন আবুল কাশেম। তার গ্রামের বাড়ী কুড়িগ্রামে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক জঙ্গির কাছ থেকে আবুল কাশেমের বিষয়ে তথ্য মেলে। আর মিরপুরে একটি দোকানের বিকাশ নম্বরে ভক্তের পাঠানো টাকা তুলতে গিয়ে তিনি গ্রেপ্তার হন বলে জানানো হয় পুলিশের সংবাদ সম্মেলনে।
সংগঠনে মাওলানা কাশেমের ভূমিকা কি ছিল সে বিষয়েও কথা বলেন কাউন্টার টেররিজম ইউনিট প্রধান।
এই শীর্ষ জঙ্গিকে জিজ্ঞাসাবাদে নব্য জেএমবি সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
আরও পড়ুন