ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস আজো নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে উপস্থাপিত হচ্ছে না

প্রকাশিত : ১৯:৩৬, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩৬, ৩ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস আজো নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে উপস্থাপিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের সংগঠকরা। জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক ৩রা মার্চ, স্বাধীনতার ইশতেহার পাঠ দিবসের আলোচনায় তারা এ’সব কথা বলেন। বক্তারা বলেন, সেই ইশতেহারের মূল চেতনার পূর্ণ বাস্তবায়ন দূরের কথা, উপেক্ষিত রয়ে গেছে অনেক কিছুই। স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজন করা হয় এই আলোচনা সভার। বক্তারা বলেন, ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ অধ্যায়কেও পাশ কাটিয়ে যাবার অপ-প্রয়াস থেমে নেই। স্বাধীনতার ইশতেহার তৈরির সঙ্গে জড়িতদের যথাযথ মূল্যায়ন করা হয়নি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইশতেহার পাঠকারী শাহজাহান সিরাজও। জটিল ব্যাধিতে আক্রান্ত হওয়ায়, দেশবাসীর দোয়া চান তিনি। শুধু এই ইশতেহারই নয়, একজন নেতার নেতৃত্বের প্রত্যাশায় সম্মিলিতভাবে সবকিছু এগিয়েছে ৭ই মার্চ পর্যন্ত। উত্তাল সেই সময়ের কোন ঘটনাকেই অস্বীকার করার সুযোগ নেই বলে মনে করেন আ স ম আবদুর রব। ইতিহাসের আংশিক প্রকাশ করে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও মনে করেন মুক্তিযুদ্ধের সংগঠকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি