ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

বুড়িগঙ্গা নদী রক্ষায় সরকারকে এখনই উদ্যোগ গ্রহণের আহবান

প্রকাশিত : ১৯:৩০, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩০, ৩ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বুড়িগঙ্গা নদী রক্ষায় সরকারকে এখনই উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছে বাংলাদেশ নদী বাচাঁও আন্দোলন ও পরিবেশ আন্দোলন। শুক্রবার সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে  মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, বুড়িগঙ্গার সঙ্গে দেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য জড়িয়ে রয়েছে। এ’সময় বুড়িগঙ্গা নদী রক্ষা আন্দোলনের নেতারা অভিযোগ করেন, ঢাকা শহরের বিভিন্ন কলকারখানা এবং শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এর সঙ্গে প্রভাবশালীর ব্যক্তিরা জড়িত থাকায় সরকার কঠোর পদক্ষেপ নিতে পারছেনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি