ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

বাংলাদেশ ও শ্রীলংকা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশের মধ্যে ম্যাচটি ড্র হয়েছে

প্রকাশিত : ১৯:৩৩, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩৩, ৩ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ ও শ্রীলংকা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশের মধ্যে দুই দিনের ম্যাচটি ড্র হয়েছে। মোরাতুয়ায় দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৭ উইকেটে ৪০৩ রান করার পর ম্যাচ ড্র ঘোষণা করেন ম্যাচ রেফারি। দলের পক্ষে সর্বোচ্চ ১৯০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক দিনেশ চান্দিমাল। এছাড়া ৫০ রানে অপরাজিত ছিলেন করুনারতেœ। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ নিয়েছেন ৩টি উইকেট। এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১৩৬ রান করেন তামিম ইকবাল। এছাড়া ৭৩ রান আসে মমিনুল হকের ব্যাট থেকে। বোর্ড সভাপতি একাদশের পক্ষে করুনারতেœ নিয়েছেন ৩টি উইকেট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি