উন্নত সমাজ গঠনে নারীর ক্ষমতায়নের বিকল্প নেইঃ প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৪:৪০, ৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৪০, ৪ মার্চ ২০১৭
উন্নত সমাজ গঠনে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর সমান অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে রাজধানীতে কৃষিবিদ ইন্সটিটিউটে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধে নারীদের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সময়ে নারীদের ওপর বিএনপি-জামায়াত জোটের নির্যাতন-নিপীড়নের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, বার বার নিপীড়ন স্বত্ত্বেও ওইসব মানুষের পাশে দাঁড়িয়েছে তার সরকার। এছাড়া শিক্ষা, কর্মসংস্থান, পার্লামেন্টসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা।
আরও পড়ুন