সুনামগঞ্জে শাহ আব্দুল করিম লোকউৎসব
প্রকাশিত : ১৩:৪৭, ৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:৪৭, ৪ মার্চ ২০১৭
সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে চলছে শাহ আব্দুল করিম লোকউৎসব। এতে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন এলাকার ভক্তরা। বাউলদের গানে এখন মুখরিত উজানধল গ্রাম। বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী লোকউৎসবের শেষ দিন আজ।
বাউল সম্রাট শাহ আব্দুল করিম পরিষদের উদ্যোগে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধল গ্রামে এই লোকউৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এম. রুকনুজ্জামান।
এরপর বাউল সম্রাটের স্মৃতি বিজড়িত বরাম হাওরের মাঠে বাউল বন্দনা দিয়ে শুরু হয় লোকউৎসব। একের পর এক বাউল গান পরিবেশন করেন আব্দুল করিমের শিষ্যরা।
এ’সময় ভক্ত ও বাউলরা শাহ আব্দুল করিমের গান শুদ্ধভাবে পরিবেশন এবং স্বরলিপিসহ গান সংরক্ষণের দাবি জানান।
আর আব্দুল করিমের স্মৃতি রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ নেয়ার দাবি জানান তার ছেলে।
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতি রক্ষার্থে সংগ্রহশালা ও জাদুঘর করার সরকারি উদ্যোগের কথা জানালেন দিরাই উপজেলার নির্বাহী অফিসার।
অলটাইমের সৌজন্যে এবং প্রাণ পটেটো ক্র্যাকারের সহযোগিতায় এই লোকউৎসবের আয়োজন করা হয়।
আরও পড়ুন