ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

ইরাকের মসুলে রাসায়নিক অস্ত্রের ব্যবহার

প্রকাশিত : ১৩:৩৪, ৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:৩৪, ৪ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ইরাকের মসুলে আইএস ও সরকারি বাহিনীর মধ্যে লড়াইয়ে প্রথমবারের মতো রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়ে শিশুসহ কমপক্ষে ১২ জন। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেডক্রসের চিকিৎসক এ’ খবর নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, আইএস নিয়ন্ত্রিত পশ্চিম মসুল থেকে ইরবিল প্রদেশের একটি বাড়ি লক্ষ্য করে মর্টার হামলা হয়। এরপরই রাসায়নিকের তীব্র গন্ধ পাওয়া যায়। আক্রান্তরা মারাত্মক শ্বাসকষ্ট ও ত্বকের সমস্যায় ভুগছেন। এরমধ্যে এক মাসের শিশুও রয়েছে। তবে, ঠিক কি ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, কারা এ’ হামলা চালিয়েছে তাও জানা যায়নি। এদিকে, মসুলের পশ্চিমে আইএস ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। মানবাধিকার সংস্থার তথ্য বলছে, একদিনে ঘরবাড়ি ছেড়েছে ১৪ হাজারের বেশি মানুষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি