ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অবৈধভাবে আটকে রাখার ঘটনা বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা

প্রকাশিত : ১৪:৪০, ৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৪০, ৪ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অবৈধভাবে আটকে রাখার ঘটনা বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার, ২০১৬ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ’কথা বলা হয়। এতে বিদেশী, সংখ্যালঘু ও মানবাধিকার কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে জঙ্গি দমনের ক্ষেত্রে সরকার শক্তিশালী পদক্ষেপ নিলেও এর মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়। এছাড়া গুম, বাল্য বিয়ে, নারী ও শিশুদের ওপর সহিংসতা, শ্রমিকদের জন্য অনিরাপদ কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি