ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবেঃ হাসান মাহমুদ

প্রকাশিত : ১৯:১৬, ৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:১৬, ৪ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চের প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে। কারো জন্য নির্বাচন আটকে থাকবে না, তাই নিজেদের স্বার্থেই জাতীয় নির্বাচনে বিএনপির অংশ নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি