ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

সাংবাদিক শিমুল হত্যা মামলায় তুফান আটক

প্রকাশিত : ১৪:৩৯, ৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৩৯, ৪ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলায় তুফান নামে আরেক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ’নিয়ে এই মামলায় প্রধান আসামী পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার দুই ভাইসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হলো। শাহজাদপুর থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তুফানকে গ্রেফতার করা হয়। দোসরা ফেব্র“য়ারি ছাত্রলীগ নেতাকর্মী ও মেয়র মিরুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুরুতর আহত হন। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে শিমুল মারা যান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি