হলি অর্টিজান ট্রাজেডিতে নিহত অবিন্তা কবিরের স্বপ্ন বাস্তবায়নে যাত্রা শুরু
প্রকাশিত : ১৯:২৬, ৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:২৬, ৪ মার্চ ২০১৭
হলি অর্টিজান ট্রাজেডিতে নিহত অবিন্তা কবিরের স্বপ্ন বাস্তবায়নে যাত্রা শুরু করল অবিন্তা কবির ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়াই ফাউন্ডেশনের লক্ষ্য হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।
সদা হাস্যেজ্জল, মেধাবী অবিন্তা কবির পড়াশনা করতেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে। গত বছরের জুনে দেশে এসেছিলেন। পহেলা জুলাই বন্ধুদের সাথে গিয়েছিলেন গুলশানের হলি আর্টিজান বেকারিতে। জঙ্গিরা অতর্কিতে হামলা চালিয়ে জিম্মি করে সবাইকে। এক পর্যায়ে অবিন্তা ও তার বন্ধুদের নির্মমভাবে খুন করে জঙ্গিরা।
অবিন্তা কবিরের স্মরণে ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তার মা। বক্তৃতায় মেয়ের সাথে নানা স্মৃতি তুলে ধরেন তিনি। জানান, যুক্তরাষ্ট্রে থাকলেও অবিন্তার মন পড়ে থাকতো দেশে।
স্মরণ সভায় যোগ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট অবিন্তা ফাউন্ডেশনের সফলতা কামনা করেন।
এর আগে অবিন্তার জীবনী নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মেচন করা হয়।
আরও পড়ুন