ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় নারীদের আরো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:২৩, ৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:২৩, ৪ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় নারীদের আরো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেন, বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকার সময় পাক বাহিনীর মতো নারীদের ওপর নির্যাতন করেছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। পরে প্রধানমন্ত্রী তার ভাষনে নারী উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। নানা সময়ে নারীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নত সমাজ গঠনে নারীর ক্ষমতায়নের কোনো বিকল্প নেই। সন্তানরা যাতে বিপথে না যায় সেদিকে খেয়াল রাখতে মায়েদের প্রতি আহ্বান জানান তিনি। ডক্টর ইউনুসকে নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। উন্নত রাষ্ট্র বিনির্মানে সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বানও জানান শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি