খাগড়াছড়ির নতুন উপজেলা গুইমারা’য় প্রথম নির্বাচন
প্রকাশিত : ১৮:০১, ৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০১, ৪ মার্চ ২০১৭
খাগড়াছড়ির নতুন উপজেলা গুইমারা’য় প্রথম নির্বাচনে শেষ মুহুর্তে ভোটারদের দৃষ্টি আকর্ষণে জোর চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ-বিএনপির প্রার্থী ছাড়াও স্বতন্ত্র এক প্রার্থী লড়ছেন চেয়ারম্যান পদে। উৎসাহের কমতি নেই ভোটারদেরও।
৬ মার্চ উপ-নির্বাচনের মধ্য দিয়ে নতুন ঘোষিত খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাসিন্দারা পেতে যাচ্ছেন নির্বাচিত জনপ্রতিনিধি। ভোটাররা জানিয়েছেন, এলাকার উন্নয়নের পাশাপাশি পাহাড়ি-বাঙ্গালী সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করবেন এমন প্রার্থীকেই বিজয়ী করতে চান তারা।
নির্বাচনকে ঘিরে মাইকিং পোস্টারে ছেয়ে গেছে এলাকা।
গুইমারা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের মেমং মারমা, বিএনপির মোহাম্মদ ইউসুফ ও স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্র“ মারমা। ক্ষমতাসীন দলের প্রার্থী কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও, অন্যান্য প্রার্থীদেরও শক্ত অবস্থান রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। স্বতন্ত্র প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে আঞ্চলিক সংগঠন ‘ইউপিডিএফ’এর।
তবে, প্রভাবমুক্ত শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্তক রয়েছে প্রশাসন।
উপজেলায় ভোটার ২৭ হাজার ৯শ’ ৯২ জন। নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন কর্মকান্ড বাড়বে-এমনটাই আশা এলাকাবাসীর।
আরও পড়ুন