১৩টি উপজেলা পরিষদে উপ-নির্বাচন, ৩ উপজেলায় নির্বাচন আগামী ৬ মার্চ
প্রকাশিত : ১৯:৩৫, ৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩৫, ৪ মার্চ ২০১৭
আগামী ৬ মার্চ দেশের ১৩টি উপজেলা পরিষদে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যন পদে উপ-নির্বাচন এবং ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের হাওয়ায় সরগরম নির্বাচনী এলাকাগুলো। চলছে শেষ মুহুর্তের গণসংযোগ। এদিকে, ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ করেছেন বিএনপি ও অন্য দলের প্রার্থীরা। তবে, আওয়ামী লীগের প্রার্থীরা ওই অভিযোগ অস্বীকার করেছেন।
উপ-নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ১৩টি উপজেলা পরিষদে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। এছাড়া আরো ৩ উপজেলা হচ্ছে নির্বাচন। কর্মী-সমর্থকদের নিয়ে সকাল-সন্ধ্যা চলছে গণসংযোগ।
পাবনার সুজানগর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ ও বিএনপির একজন করে প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদী উভয়েই। তবে, প্রচারে বাধা দেয়ার রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।
প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররাও।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম নুরু। বিএনপির প্রার্থী জহিরুল ইসলাম মবিন এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সোহেল। মাইকিং ছাড়াও পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা।
নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
উপ-নির্বাচন হলেও উৎসাহের কমতি নেই নির্বাচনী এলাকাগুলোতে।
আরও পড়ুন