ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো- অ্যান্ড ডায়ালগ ২০১৭ অনুষ্ঠিত

প্রকাশিত : ১৫:০০, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:০০, ৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

শেষ হলো অষ্টম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্ধসঢ়;্রপো- অ্যান্ড ডায়ালগ ২০১৭। এতে অংশ নেয় বাংলাদেশ সহ বিশ্বের ১৩ টি দেশের ৯০ টি পরিবেশবান্ধব ও আধুনিক শিল্প, প্রযুক্তির প্রতিষ্ঠান। দেশে পরিবেশবান্ধব উন্নয়নে এই আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক ও অংশগ্রহনকারীরা। পরিবেশবান্ধব শিল্পায়ন, পরিকল্পিত নগরায়ন এবং সবুজের জন্য প্রযুক্তির ব্যবহার উৎসায়িত করতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ৩ দিনের বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো- বিআইআইডি। শেষ দিনেও ছিলো দর্শনার্থীদের ভীড়। শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য শোধনাগার, ভবন নির্মাণে সোলার সিস্টেম, বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা, বায়ু ও শব্দ দূষন মুক্ত জেনারেটরসহ বিভিন্ন আধুনিক যন্ত্র ছিল এই প্রদর্শনীতে। পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশেই এধরণের যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি সম্ভব বলে জানান উদ্যোক্তারা। বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশবান্ধব গৃহস্থালী, কৃষি এবং কলকারখানায় ব্যবহার হওয়া যন্ত্রপাতির সাথে পরিচিত করিয়ে দেয়াই ছিল এই আযোজনের মুল লক্ষ্য। জানালেন আয়োজকরা। দেশী- বিদেশী পরিকল্পনাবিদসহ নীতি নির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেয় এই আন্তর্জাতিক সন্মেলন ও প্রদর্শনীতে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি