আগামীকাল জাকার্তা যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৪:৪৮, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৫৬, ৫ মার্চ ২০১৭
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের লিডার ফোরামে অংশ নিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল জাকার্তা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংস্থাটির আয়োজনে ২১ টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে যোগ দেবেন। সামিটে সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র সম্পদ বিভাগের সচিব খুরশিদ আলম।
ভারত মহাসাগরের উপকূলবর্তী ২১টি দেশ নিয়ে কাজ করছে আন্তর্জাতিক সংস্থাঃ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-আইওআরএ। বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, কোমোরস, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মৌরিতাজ, মোজাম্বিক, ওমান, সাইসেলস, সোমালিয়া, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন এই সংস্থার সদস্য। এছাড়াও পর্যবেক্ষক হিসেবে রয়েছে উন্নত বিশ্বের আরো ৭টি দেশ।
ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোর মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও প্রগতি জোরদারে সহযোগিতার লক্ষ্যেই গঠিত হয় আইওআরএ। সংস্থাটির বর্তমান চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো বিদোদো’র আমন্ত্রনে লিডার ফোরামে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের রাষ্ট্রীয় সফরে জাকার্তা যাচ্ছেন।
সমুদ্র সম্পদ খাতে সক্ষমতা বাড়াতে উন্নত দেশগুলোর সাথে সম্পর্ক তৈরীতে এই সামিট কার্যকরি ভূমিকা রাখবে বলেও মনে করেন সমুদ্র সম্পদ বিভাগের সচিব।
মধ্যম আয়ের দেশের মর্যাদা পেতে দেশের ’ব্লু ইকোনমি’র মানোন্নয়নে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরা অপরিহার্য বলেও মনে করেন তিনি।
আরও পড়ুন