ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রকাশিত : ১৪:২৩, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:২৩, ৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চাঁদাবাজির অভিযোগে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ ২৫/৩০ জনকে আসামী করে দুটি মামলা হয়েছে। গত শনিবার রাতে কোতোয়ালী থানায় মামলা দুটি দায়ের করা হয়। চাঁদার দাবিতে লিফা কনফেকশনারীতে ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শিশিরকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাজেদুল ইসলাম লাভলু। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কাজে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও শ্রমিক-কর্মচারীদের মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানকে প্রধান আসামী করে আরো একটি মামলা করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার মিজানুর রহমান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি