চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙ্গে পড়েছে
প্রকাশিত : ১৮:০১, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০১, ৫ মার্চ ২০১৭
ভেঙ্গে পড়েছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থাপনা। যানজট এখন নগরবাসীর নিত্য ভোগান্তির কারণ। পথেই কাটছে ঘন্টার পর ঘন্টা। এ অবস্থায় যানচালচলে শৃংখলা ফিরে আনার দাবী ভুক্তভোগিদের। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ দাত্বিশীল কর্মকর্তারা।
চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ। এই মোড়টির এই অবস্থাই বলে দিচ্ছে ট্রাফিক ব্যবস্থা কতটা নাজুক। ঘন্টার পর ঘন্টা এভাবেই আটকে থাকে যানবাহন। এমন দশায়ও রাস্তায় নেই ট্রাফিক পুলিশ। আছে আশপাশের ফুটপাত কিংবা রেস্তোরায়। ক্যামেরা দেখে তৎপর হয়ে ওঠলেন তাদের কয়েকজন।
শুধু আগ্রাবাদ নয়, একই অবস্থা নগরীর অধিকাংশ সড়কে। যানজটে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
নগরী জুড়ে এই যানজটের জন্যে ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাকে দায়ী করলেন যাত্রীরা।
জনদুর্ভোগের কারণ নিয়ে কথা বলতে জারি নন ট্রাফিক কর্মকর্তারা। বললে, গণমাধ্যমে বক্তব্য দেয়া নিষেধ।
যানচলাচলে শৃংখলা ফিরে আনতে প্রশাস ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ- এই দাবি নগরবাসীর।
আরও পড়ুন