ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন কৌশল হিসেবে বিএনপির নেতা-কর্মীদের মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন ডাক্তার শাহাদাত

প্রকাশিত : ১৮:১৪, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৪, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সরকার নতুন কৌশল হিসেবে বিএনপির নেতা-কর্মীদের মানসিক নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। ডাক্তার শাহাদাত অভিযোগ করেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বেশ কয়েকজন নেতা কর্মীকে অস্ত্র ব্যবসায়ি হিসাবে চিহ্নিত করার চেষ্টা চলছে। সেইসঙ্গে সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি