ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন গোর্কি ও লিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪২, ২২ জুলাই ২০২০

ফটো সাংবাদিক এসএম গোর্কি

ফটো সাংবাদিক এসএম গোর্কি

Ekushey Television Ltd.

ফটো সাংবাদিক এসএম গোর্কিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিনিয়র ফটোগ্রাফার এবং আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পৃথক অদেশে তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।

আদেশে বলা হয়েছে, ফটো সাংবাদিক এম এম গোর্কিকে বেতন স্কেলের গ্রেড-৫ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) র্নিধারিত মেয়াদে চুক্তিতে নিয়োগ প্রদান করা হলো।

আর আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) গ্রেড-৯ এর সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকা মূল বেতনে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এদের নিয়োগ কার্যকর থাকবে বলে আদেশে বলা হয়েছে। সূত্র- বাসস।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি