ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ২১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক লিয়াঁজো কর্মকর্তা, বঙ্গবন্ধু সৈনিক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিরীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ ও সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ.স.ম. ফিরোজ। 

বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তূর্যসহ নেতৃবৃন্দ। সভাশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি