ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

৫ দেশে ফ্লাইট চলবে ১৭ এপ্রিল থেকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ১৫ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে ১৭ এপ্রিল থেকে পাঁচটি দেশে ফ্লাইট পরিচালনার বিশেষ অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

দেশগুলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নিয়মিত যে ফ্লাইট শিডিউল ছিল, আমরা বিশেষ বিবেচনায় চলাচলের অনুমতি দিচ্ছি। ১৭ এপ্রিল ফ্লাইট শুরু হবে। সেদিন থেকে এই দেশগুলোতে প্রবাসীদের নিয়ে যাবে এয়ারলাইন্সগুলো।’

এদিকে, একই বিষয়ে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান জানিয়েছেন, আগামী ১৭ এপ্রিল সকাল ৬টা থেকে মধ্যপ্রাচ্যের চার দেশ (সৌদি আরব, ওমান, কাতার, ইউএই) এবং সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইট চলবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন, কোয়ারেন্টাইন ও অন্যান্য বিষয়ে আদেশ জারি হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি