ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

রমনার ওসির সম্পদের অনুসন্ধান বিষয়ে হাইকোর্টের আদেশ বুধবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ৮ আগস্ট ২০২২

রাজধানীর রমনা থানার ওসি মনিরুল ইসলামের সম্পদের বিষয়ে অনুসন্ধান হবে কিনা, সে বিষয়ে আগামী বুধবার (১০ আগস্ট) আদেশ দেবে হাইকোর্ট।

সোমবার (৮ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে রমনা থানার ওসির সম্পদের বিষয়ে একটি গণমাধ্যমের সংবাদ নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

তিনি হাইকোর্টকে জানান, সরকারি এজেন্সির তথ্যমতে ওসি মনিরুল ইসলামের অজ্ঞাত অনেক সম্পদ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধান করা দরকার। 

বিষয়টির সঙ্গে একমত হন দুদক আইনজীবী খুরশীদ আলম খান। 

পরে বিষয়টিকে আবেদন আকারে আনতে বলে হাইকোর্ট।

গত শুক্রবার (৫ আগস্ট) একটি গণমাধ্যমে, ‘ঢাকায় ওসির আটতলা বাড়িসহ বিপুল সম্পদ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।  প্রতিবেদনে সরকারি এজেন্সির বরাত দিয়ে বলা হয়, রমনা থানার ওসি মনিরুল আরও অনেক প্লট ও সম্পত্তির মালিক।

এএইচএস
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি