ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

৬৪ জেলায় রেল সংযোগে কাজ করছে সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ২৭ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

দেশের ৬৪ জেলায় রেল সংযোগের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর। 

শনিবার (২৭ আগস্ট) সকালে বরিশাল নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

রেল সচিব বলেন, দেশের ৬৪ জেলায় যেন রেল সংযুক্ত হয়; সেই পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় ভাঙ্গা থেকে পায়রা রেলপথ সম্পর্কেও কিছু তথ্য জানান তিনি।

সচিব বলেন, ভাঙ্গা থেকে পায়রা রেল পথের ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে। এখন তহবিল সংগ্রহের কাজ চলছে। এ কাজ শেষ হলে জমি অধিগ্রহণ শুরু করা হবে। এ রুটে সিঙ্গেল লাইন অনুযায়ী রেলপথ এগিয়ে যাবে।

জমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে। সেগুলো অধিগ্রহণের আগেই সমাধান করা হবে বলেও জানান হুমায়ুন কবীর।

বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুবদ্ধ’ প্রতিপাদ্যে ‘অজানাকে জানার উদ্দেশ্যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক সেমিনার-২০২২টি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এহতেসাম উল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের কলেজ পরিদর্শক ড. মো. লিয়াকত হোসেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. খোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি