আসছে নির্বাচনে ইভিএমকে স্বাগত জানালো জাপান
প্রকাশিত : ২১:২৪, ২৯ আগস্ট ২০২২

নির্বাচনে ইভিএম ব্যবহারকে স্বাগত জানালো জাপান। ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইভিএম সহায়ক হবে। সরকার ও নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইভিএমে কারসাজির অভিযোগ নিয়ে ইসি মো. আলমগীর বলেন, ত্রুটির প্রমাণ দেখাতে পারলে নতুন করে ভাববে কমিশন।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
প্রায় দেড়ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাপান রাষ্ট্রদূত বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি সর্ম্পকে জানতে এসেছেন।
নির্বাচনের আরো এক বছরের বেশি সময় বাকি, এর মধ্যে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ করা সরকার এবং ইসির পক্ষে সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ইতো নাওকি।
এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট কারচুপির সুযোগ ইসির হাতে রয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজনের এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে ইসি মো. আলমগীর বলেন, ইভিএমে ত্রুটির প্রমাণ দেখাতে পারলে ইভিএমে নির্বাচন করবেনা ইসি।
তিনি বলেন, "যদি দেখাতে পারেন যে ইভিএম এ ত্রুটি আছে, ইভিএম এ এভাবে মেনিপ্যুলেশন করার সুযোগ আছে তাহলে ইভিএমএ ভোট হবে না। কোনো আসনেই ইভিএম এ নির্বাচন হবেনা। কিন্তু বাইরে কে কী বলল এটা দেখে তো আমরা সিদ্ধান্ত নিতে পারিনা।"
ইভিএমে দেড়শ আসনে ভোটের সিদ্ধান্ত নিয়েছে কমিশন; ইভিএম ক্রয় এবং সক্ষমতার উপরেই নির্ভর করছে কত আসনে ভোট হবে ইভিএমে।
এসবি/
আরও পড়ুন