ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মাদার অব হিউম্যানিটি পদকের নতুন নাম জাতীয় মানব কল্যাণ পদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.


মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদকের নাম বদলে জাতীয় মানব কল্যাণ পদক নির্ধারণ করেছে মন্ত্রিসভা। 

এ নাম পরিবর্তন করে মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালার নাম সংশোধনসহ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

রোববার (০৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালার নাম সংশোধনের একটা প্রস্তাব ছিল, এর আগে যখন পুরস্কার দেওয়া হয়েছিল তখন জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্যরা বলেছিলেন, এই নামটা একটু পরিবর্তন করা দরকার। সেজন্য তিনটি নাম নিয়ে এসেছিলেন। আজ মন্ত্রিসভা আলাপ-আলোচনা করে এটার নাম পরিবর্তন করে ‘জাতীয় মানব কল্যাণ পদক’ করা হয়েছে।”

তিনি বলেন, ২০১৮ সালে মাদার অব হিউম্যানিটি পুরস্কার হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছিল। আজকে মন্ত্রিসভা এটাকে পরিবর্তন করে দিয়েছে।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি