ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ধরেবেঁধে কাউকে নির্বাচনে আনব না: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৫:০১, ৫ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন কাউকে ধরেবেঁধে নির্বাচনে আনবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হাবিবুল আউয়াল বলেন, “আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ চায় কমিশন। বিএনপি এলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে।”

নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) কোনভাবেই হ্যাক করা সম্ভব নয়।”

তিনি বলেন, “নির্বাচনে কাউকে জোর করে আনা সম্ভব নয়।” কোনো দলের রাজনৈতিক কৌশল পরিবর্তন করার এখতিয়ার কমিশনের নেই বলেও জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার জানান, ১৫০ আসনে ইভিএম ব্যবহার যৌক্তিক মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইভিএম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, “ইভিএমে কারচুপির সুযোগ নেই। ভোট ডাকাতি রোধে সিসি ক্যামেরা ও পুলিশ মোতায়েন করা হবে।”

এদিকে জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম বলেন, “অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে।”

কোনো কারণে ইভিএম প্রকল্প বাস্তবায়ন করা না গেলে ব্যালটে ভোট হবে বলেও জানান তিনি।

সিইসি বলেন, “আগামী বছর মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা হবে।”

তিনি জানান, ভোট ডাকাতি ঠেকাতে শক্ত অবস্থান নেওয়া হবে, প্রিজাইডিং অফিসার যদি দেখে ভোটকেন্দ্রে পেশীশক্তি প্রবেশ করে অবৈধভাবে ভোট বাধাগ্রস্ত করছে তাহলে ওই ব্যক্তিকে বের করার ব্যবস্থা করবে, প্রয়োজনে ভোট বন্ধ করা হবে, এমন মৌলিক সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি