ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

ভারত সফরের জন্য বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের ফ্ল্যাগ-অফ অনুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ১২ অক্টোবর ২০২২

ভারত সফরের জন্য ১০০ সদস্যের বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের জন্য একটি ফ্ল্যাগ-অফ্ অনুষ্ঠান করেছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন। 

মঙ্গলবার (১১ অক্টোবর) বনানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ভারতের ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ। 

এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ।

ভারতীয় হা্বাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের তরুণদের দলটি বুধবার (১২ অক্টোবর) ভারতে আট দিনের সফরে যাবে। এই সপ্তাহব্যাপী সফরে তারা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করবেন। 

প্রতিনিধি দলটি ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানও পরিদর্শন করবেন। 

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০১২ সালে যাত্রা শুরু করে। এ বছর বাংলাদেশ ইয়ুথ ডেলিগেটদের ভারতে অষ্টম সফর হবে। 

বাংলাদেশ দলে এবার  বিভিন্ন পেশার অংশগ্রহণকারীদের সংমিশ্রণ রয়েছে এবং এতে সমগ্র বাংলাদেশ থেকে আসা অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্ত রয়েছেন। এই দলে সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলীসহ অন্যরা রয়েছেন।

এএইচএস


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি