ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ভোটগ্রহণ স্থগিতের কারণ গুরুতর অনিয়ম: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে গুরুতর অনিয়মের জন্য অনেকগুলো কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন।

বুধবার সকালে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেছেন, “আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরাসরি পর্যবেক্ষণ করছি সিসিটিভির মাধ্যমে। আমরা এ পর্যন্ত ৩১টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ করে দিয়েছি।”

কী কারণে স্থগিত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “এটা তো আমরা বলবো না! আমরা অনিয়ম দেখেছি, গুরুতর অনিয়ম সেই জন্য।”

তিনি আরও বলেন, “আমরা নির্বাচন কমিশন, স্বাধীন কমিশন। আমরা ভোটটাকে সত্যিকার অর্থে ভোট হিসেবে দেখতে চাই। কিছু অনিয়ম দেখা গেছে, ওখানে সুষ্ঠুভাবে ভোট হতে দেখা যাচ্ছে না। এতে সঠিক জনমতের প্রতিফলন হবে না। সে কারণে আমরা ওই সেন্টারগুলোকে বাতিল করে দিয়েছি।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি