ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

কনফারেন্সে যোগ দিতে ভারত গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ১৮ নভেম্বর ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে ‘নো মানি ফর টেরর মিনিস্ট্রিয়াল কনফারেন্সে’ যোগ দিতে একটি প্রতিনিধিদল ভারত সফরে গেছেন। সেখানে ১৮-১৯ নভেম্বর এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে ভারতে পৌঁছান, কনফারেন্স শেষে আগামী ২০ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, ভারতের দিল্লিতে (তাজ প্যালেস) অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী তৃতীয় ‘নো মানি ফর টেরর মিনিস্ট্রিয়াল কনফারেন্সে’ এ অংশ নিতে ভারতে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে ৭৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। ‘নো মানি ফর টেরর’ শিরোনামে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে রাশিয়ান ফেডারেশন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ প্রায় ২০টি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি