ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

রোহিঙ্গা সংকটে আরও ৪.৫ মিলিয়ন পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ১২ ডিসেম্বর ২০২২

বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলায় আরও ৪.৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন করে ডব্লিউএফপিকে ৩ মিলিয়ন ও ইউনিসেফকে ১.৫ মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়া হবে। এ অর্থ থেকে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ও স্বাগতিক সম্প্রদায়কে খাদ্য, পানি, স্যানিটেশন এবং সুরক্ষা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্য ২০১৭ সালের আগস্টে সঙ্কট শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৩৪৫ মিলিয়ন পাউন্ড দিয়েছে।  

এ প্রসঙ্গে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ‘যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে ডিকসন বলেন, ‘যুক্তরাজ্য সঙ্কটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য চাপ অব্যাহত রেখেছে যাতে মিয়ানমারে পরিস্থিতি অনুকূল হলে রোহিঙ্গারা নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার ভিত্তিতে মিয়ানমারে ফিরে যেতে পারে।’

যুক্তরাজ্যের নতুন সহায়তা থেকে ২ লাখ ১৯ হাজার রোহিঙ্গা শরণার্থীকে খাদ্য সহায়তা, ৪৬ হাজার রোহিঙ্গা শরণার্থীর জন্য পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সুবিধা, রোহিঙ্গা নারী ও কিশোরীদের জন্য ৮ হাজার ৫০০টি মাসিক স্বাস্থ্যবিধি কিট এবং শরণার্থী শিবির ও স্থানীয় সম্প্রদায়ের ১৫০০ শিশু-কিশোর-কিশোরীদের সুরক্ষা সহায়তা দেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি